মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া:ছবি: একুশে মিডিয়া
কুতুবদিয়ায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩০ জুন) বড়ঘোপ ইউনিয়ন পরিষদের হল রুমে এক আলোচনা সভা কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম.শহিদ উদ্দিন ছোটনের সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরের জামান চৌধুরী ও বিশেষ অতিথি কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন আমিও দৈনিক যায়যায়দিন পত্রিকার একজন পাঠক ছিলাম। তিনি পত্রিকাটির বিভিন্ন প্রসংশনীয় তথ্য তুলে ধরে সফলতার শুভকামনা করেন। এছাড়াও তিনি সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান।
দৈনিক যায়যায়দিন পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি শাহেদুল ইসলাম মনির এর তত্ত্বাবধানে ও
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.হাছান কুতুবীর সঞ্চালনায় অনুষ্টিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য ও উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম.শাহারিয়ার চৌধুরী।
এসময় অন্যান্য সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এস.কে লিটন কুতুবী, এম.এ. মান্নান, আরিফুল ইসলাম, সাইফুল আলম সিকদার, ইফতেখার শাহাজীদ রোকন, মোঃ মনিরুল ইসলাম, আব্বাস ছিদ্দিকী, কাইছার সিকদার, আবুল কাশেম, নাছির উদ্দিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বড়ঘোপ ইউপির সদস্যবৃন্দ, সুশীল সমাজ, ছাত্রনেতা রাইতুল ইসলাম রাহাত, শফিউল আলম, হকার মুহাম্মদ রমিজ ও রিয়াদ হোছাইন রয়েল প্রমুখ। পরে কেক কাটেন অনুষ্টানের অতিথিবৃন্দ।
বুধবার ৩০ জুন ২০২১ ইং# সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটি বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।
No comments:
Post a Comment