মোহাম্মদ ছৈয়দুল আলম:
বাঁশখালী আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন। |
চট্টগ্রামের বাঁশখালীতে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৭ জন অসুস্থ হয়েছেন। অসুস্থদের বাঁশখালী আধুনকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৩০ জুন) রাতে ভাত খাওয়ার পর মফজল আহমেদের পরিবারের ৭ জন সদস্য অসুস্থ হয়ে পড়েন।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টায় অসুস্থদের বাঁশখালী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থরা হলেন বাঁশখালীর দক্ষিণ সাধনপুর গ্রামে মৃত আহমদ মিয়ার ছেলে মফজল আহমদে (৫৫), স্ত্রী বুলবুল আক্তার (৫০), কন্যা সুমি আক্তার (২২), ছেলে মেজবাহ (২৮), ছেলে মিনহাজুর রহমান (২৯), তার স্ত্রী নার্গিস আক্তার (৩১), শিশুকন্যা তাহরনি (৪)।
বাঁশখালী আধুনিক হাসপাতালের চিকিৎসক বাকি বিল্লাহ জানান, খাবারে বিষক্রিয়া থাকায় তারা অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সবাইকে ওয়াশ করা হয়েছে। ঝুঁকি থাকায় উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঁশখালী উপজলো নির্বাহী র্কমর্কতা সাইদুজ্জামান চৌধুরী বলনে, আক্রান্তরা রাতে মুরগী, কচু, কাকরোল দিয়ে ভাত খাওয়ার পর গভীর রাতে অসুস্থবোধ করে। এ ব্যাপারে ডাক্তারের সাথে কথা হয়েছে। তারা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করে নি।
বৃহস্পতিবার ১ জুলাই ২০২১ ইং# সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটি বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।
No comments:
Post a Comment