সবুজ সরকার, বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচিতে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনার লক্ষে-মাদক, সন্ত্রাস, পেশীশক্তি এবং অপরাজনীতির বিরুদ্ধে বেলকুচি সাবেক ছাত্রলীগ ফোরামের উদ্যোগে সাংবাদিক সম্মলেন করা হয়েছে। ২৮ জুলাই (বুধবার) সকালে বেলকুচি সাবেক ছাত্রলীগ ফোরামের আয়োজনে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সাংবাদিক সম্মেলন করেছেন বেলকুচি সাবেক ছাত্রলীগ ফোরাম।
বেলকুচি সাবেক ছাত্রলীগ ফোরামের আহ্বায়ক আজগর আলী প্রাং এর সভাপত্বিতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সদস্য সচিব সাবেক ছাত্রলীগ ফোরাম নাজমুল ইসলাম, আলহাজ্ব উদ্দিন, আঃ মতিন, সেলিম রেজা, তারিকুল ইসলাম তাড়িৎ, আঃহান্নান সরকার, শাহাদৎ হোসেন, আব্দুস সবুর, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম আহম্মেদ প্রমুখ।
সাবেক বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার লিখিত বক্তব্যে বলেন, বেলকুচিতে বাংলাদেশ আ'লীগের রাজনীতি সুস্থ ধারা পুর্নবহাল এবং অপরাজনীতি ও পেশী শক্তি, মাদক ও সন্ত্রাস বিরোধ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ স্বরুপ আহারে এই সায়বাদিক সম্মেলন। বেলকুচি রাজনৈতিক অচলঅবস্থা সৃষ্টির পেছনে যে পেশী শক্তির উথান হয়েছে রাজনৈতিক ভাবে আমরা তার মোকাবেলা করতে প্রস্তুত। রাজনীতির নামে বেলকুচিতে সন্ত্রাসের যে রাম রাজত্ব কায়েম করা হয়েছে। আমরা ৯০ দশকের এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেলকুচিতে আমরা আন্দোলন করে বেলকুচিতে আ'লীগের সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠান করতে সহায়ক ভূমিকা পালন করেছি। বেলকুচি আ'লীগের ও এর অঙ্গ ও সহযোগী মেয়াদ উর্ত্তীন পর যাবৎ কোনো কার্যকারী কমিটি নাই। আমাদের দাবী অতি বিলম্বে এ মহামারী কেটে যাবার পর যোগ্য ও মেধাবী সাবেক ছাত্র নেতাদের মধ্যে থেকে কমিটির স্থান দিতে হবে। রাজনীতির নামে বেলকুচিতে কতিপয় সন্ত্রসীদের হাতর আ'লীগের ত্যাগী নেতাদের বার বার অপমানিত লাঞ্চিত হতে হচ্ছে। যার কারনে বেলকুচি রাজনীতি অপশক্তির হাতর জিম্মি হয়ে পড়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ত্যাগী নেতাদের সাথে নিয়ে এর মোকাবেলা করতে প্রস্তুত।
আজ বুধবার (২৮ জুলাই ২০২১ইং) সম্পাদ্ক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment