একুশে মিডিয়া, সৌদিয়া আরব প্রবাসী প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা ও ১৪ ইউনিয়নের বাসিন্দা বিভিন্ন দেশের অবস্থানরত প্রবাসী ও স্বদেশ ফেরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কল্যাণে গঠিত হলো ‘বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন” নামে একটি ফাউন্ডেশন।
বাঁশখালী
প্রবাসী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন সিকদার এর নেতৃত্বে পরিচালক মোহাম্মদ মাওলানা বেলাল উদ্দিন ও মোহাম্মদ নাসির উদ্দিনের সহযোগিতায় 21 জন বিশিষ্ট ডাইরেক্টর নিয়ে যাত্রা শুরু সূচনা ঘোষণা করেন বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দুই প্রতিষ্ঠাতা পরিচালক।
এই ফাউন্ডেশনের উদেশ্য হলো বাঁশখালী উপজেলার বাসিন্দা বিভিন্ন দেশে নিয়োজিত প্রবাসী ও স্বদেশ ফেরত প্রবাসীদের কল্যাণে। অসহায় প্রবাসীদের পাশে থাকার অঙ্গিকারবদ্ধ হয়ে ‘বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন’ যাত্রা শুরু হয়। বাঁশখালী উপজেলার বাসিন্দা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ও স্বদেশ ফেরত প্রবাসীদের সমন্বয়ে গঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক ফাউন্ডেশন ‘বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন’।
বাঁশখালী উপজেলা অন্তর্গত সকল প্রবাসী ও প্রবাস ফেরত অসহায় রেমিট্যান্স যোদ্ধাদেরকে সার্বিক সহযোগিতা পাশাপাশি সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে নিজ দেশের মানুষের কল্যাণে সকল প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান নব গঠিত বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের নেতৃত্ববৃন্দ।
প্রয়োজনে যোগাযেগাক করবেন
মোহাম্মদ নাসির উদ্দিন (সৌদিয়া আরব) 966531000173
আব্দুল্লাহ আল নকীব (বাংলাদেশ) +880 1675-993433
বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের নেতৃত্ববৃন্দরা হলেন,
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- মোহাম্মদ নাজিম উদ্দিন সিকদার |
প্রতিষ্ঠাতা- পরিচালক মোহাম্মদ বেলাল উদ্দিন |
প্রতিষ্ঠাতা- পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন |
ডাইরেক্টর- মীর মোহাম্মদ জিল্লুর করিম |
ডাইরেক্টর- আব্দুল্লাহ আল নকিব |
ডাইরেক্টর-
মোহাম্মদ রুহুল আমিন |
ডাইরেক্টর-
মোঃ রেজাউল করিম তালুকদার |
ডাইরেক্টর-
মোহাম্মদ বেদার আলম |
ডাইরেক্টর-
মোঃ আবুল মনচুর |
ডাইরেক্টর-
মোস্তফা আলম |
ডাইরেক্টর-
রিমন আহমেদ |
ডাইরেক্টর-
মোহাম্মদ গোফরানুল আজিজ |
ডাইরেক্টর-
হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ |
ডাইরেক্টর- মাওলানা মোঃ হেলাল উদ্দীন |
ডাইরেক্টর-
মোঃ কাশেম উল্লাহ |
ডাইরেক্টর-
হাফেজ মোহাম্মদ মাওলানা নাজিম উদ্দিন |
ডাইরেক্টর-
মোঃ শাহাদাত হোসাইন |
ডাইরেক্টর-
হাফেজ মোঃ তাওহীদুল ইসলাম |
ডাইরেক্টর-
নুর মোহাম্মদ |
ডাইরেক্টর-
মোহাম্মদ আকবর আলী |
ডাইরেক্টর- মোঃ শহিদুল ইসলাম |
প্রত্যেক সদস্যদের এড করা হইবে। আমাদের নিজস্ব ওয়েবসাইট তৈরীর করা হইবে।
বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন |
|
|
|
No comments:
Post a Comment