সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় রাজাপুর ইউনিয়নে রাজাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী শাহানা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। ২৬ (জুলাই) সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ -এনায়েতপুর আঞ্চলিক সড়কে রাজাপুর এলাকায় বালু ভর্তি ট্রাকের সাথে অটো ভ্যানের সংঘর্ষে গার্মেন্টস কর্মী শাহানা বেগম নামের এক নারী নিহত হন। শাহানা বেগম বেলকুচি পৌর এলাকায় মুকুন্দগাঁতী গ্রামের মোকবেল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ- এনায়েতপুর আঞ্চলিক সড়কে রাজাপুর এলাকায় সিরাজগঞ্জ থেকে বালু ভর্তি ট্র্যাক ছেড়ে আসা অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহানা বেগম নামের একজন ঘটনাস্থলে মারা যায়। আর চারজন গুরত্ব আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার বেলকুচি থানার (সার্কেল) সিদ্দিক আহমদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরাদেহ উদ্ধার করছি। তবে আমরা আসার পূর্বেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করছে
আজ সোমবার (২৬ জুলাই ২০২১ইং) সম্পাদ্ক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment