লাইকি ও টিকটক এর কারণে অশৃঙ্খল পরিবেশ সাংসারিক জীবন !!! - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 8 July 2021

লাইকি ও টিকটক এর কারণে অশৃঙ্খল পরিবেশ সাংসারিক জীবন !!!

মেহেরুন্নেছা মুনমুন, পটিয়া (চট্টগ্রাম)

ফাইল ফটো

লাইকি বা টিকটকের কারনে অনেক সাংসারিক/পারিবারিক জিবনে চলছে অশৃঙ্খল পরিবেশঅতি ফলোয়ার আর সামান্য অর্থ আয়ের আশায় নিজস্ব ব্যাক্তিত্বকে 'শালীনতার দিকে ধাবিত করে চলছে লাইকি/টিকটকে নানানরকম ভিডিএটার ফায়দা নিয়ে একদল অসাধু চক্র চালাচ্ছে মানব পাচারের মতো জঘণ্য সব অপরাধ!

এদের লাগাম টেনে না ধরলে ভবিষ্যৎ সাংসারিক জিবনে অনিয়ম/অশৃঙ্খলতার দিকে ধাবিত হবে বাংলাদেশ এর ৪০ ভাগ পরিবার গুলো!হাজারো মানুষের মানুষের সাংসারিক জিবনে ক্ষতির প্রভাব ফেলছে এই এ্যাপ গুলো, এই এ্যাপ গুলো ভালোর চেয়ে দিন দিন ক্ষতিকারক হয়ে উঠছে

ডিজিটাল বাংলাদেশ এর কল্যানে আমাদের প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট ; ইন্টারনেট ব্যাবহার এর সময় আমাদের বিবেক বুদ্ধি দিয়ে ভাবা উচিৎ যে কোন কিছুকে ভাল কাজে ব্যাবহার করাই শ্রেয় ; আমাদের নিজস্ব ব্যাক্তিত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিৎ এবং প্রয়োজন এ্যাপ গুলোকে ভাল কাজে ব্যাবহার করা যেমন ; সচেতনতা/দেশের সৌন্দর্য্য মন্ডিত চিত্র/ প্রকৃতিক কোন বিপদে সচেতনতা জারি করা, খেলাধুলা/ ধর্মীয় সংগীত ধর্মীয় গ্রন্থ পাঠ সহ নিজস্ব ভাল গুন/প্রতিভা গুলোকে মানুষের মাঝে আনা যায়; তা শেয়ার করতে পারেন পাব্লিকদের সাথে হউক বা পারিবারিক মেম্বার্স দের তবে পারিবারিক মেম্বার্স দের সাথে শেয়ারের বিষয়টাকেই বেশি প্রাধান্য দেওয়া যায়

আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের উচিৎ রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দেশের মুদ্রা পাচার ঠেকাতে লাইকি/টিকটক এজেন্ট দের বিরুদ্ধে আরো বেশি কঠোর অবস্থান নেওয়া!পাশাপাশি পরিবারের সদস্যদেরও উচিত সন্তানদের ভার্চুয়াল জগৎ সম্পর্কে নিয়মিত আপডেট থাকানিরাপদ হোক ইন্টারনেট ব্যবহার

 

শুক্রবার জুলাই ২০২১ ইং# সম্পাদক প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন শেয়ার করুন

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages