মোঃরফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট):
করোনার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে টানা লকডাউন আর বিধি-নিষেধের কবলে পড়ে দেড় বছর ব্যবসা হারায় মোরেলগঞ্জের পাইকারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। একই কারণে উৎপাদন ও বিপণনে জড়িত উদ্যোক্তাদেরও ঘুরে দাঁড়ানো স্বপ্ন বিলীন হওয়ার পথে। টানা ২১ দিনের লকডাউনের পর পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে ১৫ জুলাই থেকে ২৩ জুলাই সকাল ৬ টা পর্যন্ত সবকিছু খুলে দেওয়া হয়েছে। এতে মোরেলগঞ্জ সদর বাজার সহ সর্বত্র দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ব্যবসায়ীদের চোখে মুখে দেখা দিয়েছে ক্ষতি পুষিয়ে নেবার স্বপ্ন।
ব্যবসায়ীরা বলছেন, গেল বছরের মার্চ মাস থেকে দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পর বারংবার লকডাউন আর নিশেধাজ্ঞায় ব্যবসা বাণিজ্য ধ্বংসের পথে। পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার পথে প্রায় আমরা। বিভিন্ন ধর্মীয় উৎসব থেকে শুরু করে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো প্রায়ই বন্ধই ছিল। ফলে উপযুক্ত বেচাকেনার অভাবে লোকসানের কবলে পড়ে ব্যবসায়ীরা চোখে মুখে অন্ধকার দেখেছে। ঈদকে কেন্দ্র করে করোনার ভয়ঙ্কর প্রকোপ থাকা সত্ত্বেও ব্যবসায়ীদের কথা ভেবে আগামী আট দিন সামাজিক দূরত্ব মেনে সরকার যে সুযোগ দিয়েছে তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এতে কিছুটা হলেও ক্ষতি পোষানো যাবে।
ইতোমধ্যে গত তিন দিনে বাজারে ক্রেতাদের ভালো উপস্থিতি দেখা গেছে। মুদি, মনোহারি, জুতা, কাপড়ের দোকান, ছাড়াও হার্ডওয়ার, কসমেটিক্স, ইলেক্টনিক্স সহ সর্বত্রই জমজমাট দেখো গেছে। হোটেল রেস্টুরেন্টগুলোতেও ভিড় দেখা গেছে। সর্বত্রই বেচাকেনা হচ্ছে আশানুরুপ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
পোশাক ব্যবসায়ী নবাব গার্মেন্টসের মালিক রবিউল জানান, জেলা পর্যায়ে এক সপ্তাহ এবং সারাদেশে দুসপ্তাহ টানা তিন সপ্তাহ লকডাউন ও গত দেড়বছর ধরে বার বার লকডাউন আর বিধি নিষেধে পড়ে শুধু আমিই নই ব্যবসায়ীদের সবাই ক্ষতির সম্মুখীন । কারণ ঘরভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ অনেক খরচ তো স্থির হয়ে আছে। বিক্রি করতে না পারলে কিভাবে টেকা যায়! তবে আগামী আট দিনে এভাবে চললে ক্ষতি কিছুটা হলেও পোষানো যাবে বলে তিনি জানান।
দিকে একই কথা বললেন বাজারের কয়েকজন মুদি ব্যবসায়ী। প্রসাধনী সামগ্রী বিক্রেতা রেজাউল ইসলাম বললেন, লকডাউনে দোকান বন্ধ থাকলেও সাপ্তাহিক, মাসিক কিস্তি বন্ধ হচ্ছে না ফলে ঋণ নিয়ে যারা ব্যবসা করছেন তারা হয়ে পড়ছেন আরো ঋণী।
স্বর্ণ বিক্রেতারা বলছেন, সবাই যেমন তেমন আমাদের বেচাকেনায় ধস নেমেছে। করোনার এ পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ফলে ক্রেতা সংকট দেখা দিয়েছে এ শিল্পে।
সোমবার (১৯ জুলাই ২০২১ইং) সম্পাদ্ক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment