একুশে
মিডিয়া, কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে মাছ ধরার নৌকা মেরামতের সময় লেডু নামের এক ব্যক্তি নিহতের সংবাদ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানান, সাগরের মাছ ধরার নৌকা মেরামতের কাজ করার সময় বড়ঘোপ মুরালিয়া গ্রামের আজিজুল হকের পুত্র মো. লেডু (৩২) নিহত এবং একই এলাকার মো. রশিদের পুত্র মো. মামুন (৩০) আহত হয়েছেন।
নৌকাটি লেডুর নিজের। ১ জুলাই লেডুসহ ১০/১২ জন লোক মিলে নৌকা মেরামতের কাজ করছিল। বিকাল ৪টায় নৌকার কাজের সময় লেডু ও মামুন দুই জন গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় দুই জনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কক্সবাজার নেওয়া পথে (মগনামা ঘাট এলাকায় ) লেডু মৃত্যু বরণ করেছেন বলে জানান তার ভাই আনছার। এদিকে আহত মামুনের আবস্থাও আশংকাজনক। মামুনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নেওয়া হচ্ছে বলেও জানান
বৃহস্পতিবার ১ জুলাই ২০২১ ইং# সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটি বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।
No comments:
Post a Comment