কুতুবদিয়া দ্বীপে সাগরে ভেসে আসা মৃত গরুর দুর্গন্ধে পরিবেশ দূষণ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 1 July 2021

কুতুবদিয়া দ্বীপে সাগরে ভেসে আসা মৃত গরুর দুর্গন্ধে পরিবেশ দূষণ

মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া :

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে জোয়ারের স্রোতে ভেসে এসেছে ১০/১২ টি মৃত গরু। বুধবার (৩০ জুন) সকালে জোয়ারের স্রোতে ভেসে এসে উপজেলার কৈয়ারবিল, দক্ষিণ ধূরুং উত্তর ধূরুং পোড়ার পাড়ার পশ্চিম সমুদ্র সৈকত পর্যন্ত এলাকায় গরুগুলো আটকে যায়। এক একটি গরু / মণ হবে বলে আনুমান করেছেন স্থানীয় জেলেরা। তাদের ধারণা গরুগুলো কয়েকদিন আগে মারা গেছে। বর্তমানে ভেসে আসা গরুগুলোতে পচন ধরেছে। দুর্গন্ধে পরিবেশ নষ্ট হলেও গরুগুলো দেখতে মানুষের ঢল নেমেছে সৈকতের পয়েন্টে। 

দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী জানান, আমার এলাকায় ভেসে আসা মৃত গরুগুলো সরানোর কাজ চলতেছে। লকডাউন থাকায় স্কেবেটার গাড়ী না পাওয়াতে একটু সময় লাগবে। তবে, শীঘ্রই সরানোর জন্য স্থানীয় ইউপি সদস্য মো. হোছাইনকে দায়িত্ব দেয়া হয়েছে। 

এব্যাপারে, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: লেলিন দে জানান, কোরবান ঈদকে সামনে রেখে বার্মার থেকে সরাসরি গরু আনতে না পেরে সাগরপথে চোরায় কারবারীরা সীমান্ত বাহিনীর অবস্থান টের পেয়ে গরুগুলোর পা বেঁধে সাগরে পেলে দেয়া হয় বলে ধারণা করেন। তিনি আরও জানান, ভেসে আসা মৃত গরুগুলো সরে ফেলার ব্যবস্থা নেওয়া হবে

 

 

শুক্রবার জুলাই ২০২১ ইং# সম্পাদক প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

নিউজটি বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন

 

 

বৃহস্পতিবার জুলাই ২০২১ ইং# সম্পাদক প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

নিউজটি বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages