একুশে মিডিয়া, কক্সবাজার রিপোর্ট:
উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প থেকে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে বসত-ঘরের মাটি খুঁড়ে ২৩ কেজি গাঁজাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে।
আটককৃতরা হলেন- কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ,শেড নং-২১, রুম নং-৬ এর বাসিন্দা মকতোবিজের ছেলে আব্দুর রহিম (২৬) ও তার স্ত্রী মাকিলা ওরফে ফাতেমা বেগম।
সোমবার প্রথম প্রহরে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে এই অভিযান চালিয়েছে ১৪ এপিবিএন সদস্যরা।
১৪ এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা মাকিলা ওরফে ফাতেমা বেগমের বসত-ঘরের দরজার পাশে মাটি খুঁড়ে মাটির নিচে থাকা ৩টি প্লাস্টিকের বস্তায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৩টি প্যাকেটে আনুমানিক ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় জড়িত থাকার অপরাধে দুইজনকে আটক করা হয়।
এ ব্যাপারে কক্সবাজার ১৪ এপিবিএন ব্যাটালিয়ন অধিনায়ক এসপি মো. নাঈম উল হক জানান, জব্দকৃত গাঁজাসহ গ্রেপ্তারকৃত রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়।
আজ সোমবার (২৬ জুলাই ২০২১ইং) সম্পাদ্ক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment