একুশে মিডিয়া, কাপ্তাই রিপোর্ট:
২০২০-২০২১ অর্থ বছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় কাপ্তাই উপজেলার অসহায় ও দরিদ্র ২০ জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৭ জুন কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এদের হাতে এই সেলাই মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমার সভাপতিত্বে এ সময় উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, চিৎমরম ইউনিয়ন এর সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিচিংপ্রু মারমা, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হ্লাসিংনু মারমা উপস্থিত ছিলেন। ছবিসংযুক্তঃ সেলাই মেশিন বিতারণ করছেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই ২০২১ইং) সম্পাদ্ক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment