ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে বই ও বুকসেলফ উপহার দিলেন জিল্লুল করিম শরীফি - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 17 July 2021

ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে বই ও বুকসেলফ উপহার দিলেন জিল্লুল করিম শরীফি

একুশে মিডিয়া, প্রতিবেদন:

চট্টগ্রামের বাশঁখালী উপজেলার ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে বই বুকসেলফ উপহার দিয়েছেন ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি গতকাল শুক্রবার বিকেলে জিল্লুল করিম শরীফির পক্ষে একটি প্রতিনিধি দল লাইব্রেরিতে বই বুকশেলফ হস্তান্তর করেন

উপকূলীয় পাবলিক লাইব্রেরীর সভাপতি সাঈফী আনোয়ারুল আজিম লাইব্রেরির পক্ষে উপহার সামগ্রীগুলো গ্রহণ করেন নতুন বই এবং নানন্দিক বুকশেলফ উপহার পেয়ে খুশিতে মাতোয়ারা লাইব্রেরির পাঠকরা

লাইব্রেরির পাঠক নাদিয়া সুলতানা জানান, আমরা নতুন পেয়ে খুবই আনন্দিত এই নারী পাঠক সদস্য আরও জানান, আমাদের লাইব্রেরিতে উপহার সামগ্রী প্রদান করে অনন্য নজির স্থাপন করেছেন জিল্লুল করিম শরিফী আরেকজন পাঠক হাবিবা খানম জানান, মানুষের জ্ঞান, বিজ্ঞান, শিল্প সাহিত্য সাধনার নীরব সাক্ষী হচ্ছে বই বইয়ের কোন বিকল্প নেই আমরা বইপাঠ করে আলোকিত হতে চাই আজকের বই উপহার আমাদের জন্য বড় অনুপ্রেরণা

প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরী একটি সচল পাঠকপ্রিয় গ্রন্থাগার এই গণপাঠাগারে নিয়মিত পাঠকের উপস্থিতি থাকলেও পাঠকের চাহিদার তুলনায় বইয়ের সংগ্রহ কম সবার আন্তরিক সহযোগিতা পেলে গণপাঠাগারটির চাহিদা দ্রুত পুরণ হবে বুকসেলফও বইগুলো লাইব্রেরি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন সানিমূল হুদা শরীফি, তানজীব মাহমুদ শরীফি, মোহাম্মদ জাহেদ ইয়াছিন আরাফাত প্রমুখ

আজ শনিবার (১৭ জুলাই ২০২১ইং) সম্পাদ্ক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন শেয়ার করুন

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages