চলমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম বাঁশখালী উপজেলা সদরে বৃহস্পতিবার (৮ জুলাই) ডিলার মেসার্স ইলিয়াচ ষ্টোরের পরিচালনায় এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান চৌধুরী। উদ্বোধন শেষে তিনি জানান এই কার্যক্রমের আওতায় পূণ্য সয়াবিন তেল প্রতি লিটার ১০০টাকা, ডাল প্রতি কেজি ৫৫ টাকা, চিনি প্রতি কেজি ৫৫ টাকা। একজন ব্যাক্তি সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল ও ২ কেজি করে চিনি ক্রয় করতে পারবে। এইটা স্বল্প আয়ের জনসাধারণকে এ সুযোগ গ্রহণ করার অনুরোধ করা হলো।
ট্রাকে করে এসব পণ্য একস্থানে দাঁড়াতেই লক্ষ্য করা গেলো মানুষের উপচে পড়া ভিড়, সারিবদ্ধভাবে অসহায় মানুষগুলো পণ্য কিনতে যেন প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাঁশখালী উপজেলা সদরে বাজারে গিয়ে এ চিত্র দেখা যায়। টিসিবির পণ্য বিক্রেতা ডিলার মেসার্স ইলিয়াচ ষ্টোর।
টিসিবির পণ্য নিতে আসা রিকশাচালক নুরুল কবির বলেন, দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করায় বেশি ভাগ দোকান বন্ধ রয়েছে। করোনায় সবকিছু সামাল দেওয়া গেলেও পেটকে তো সামাল দেওয়া বড় কঠিন। তাই অল্প টাকা নিয়ে ট্রাকে থাকা পণ্য নিতে আসলাম। এতে সুবিধা হলো কয়েকটি পণ্য কিনলে কিছু টাকা বাঁচানো সম্ভব।
বৃহস্পতিবার ৮ জুলাই ২০২১ ইং# সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment