মোহাম্মদ ছৈয়দুল আলম:ছবি: সংগৃহিত
- বাঁশখালীতে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে স্বামী উপজেলা প্রশাসনের কাছে আত্নসমর্পণ করেন। উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়ায় মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যা নিজ বাড়ীতে ইয়াসমিন আক্তার (৩৫) নামের এক নারীকে তার স্বামী আব্দুল জব্বার জসিম (৪২) কুপিয়ে গুরুতর আহতে করেন। আহত করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে স্বামী আত্মসমর্পণ করেন। এ ঘটনায় বাবাকে আসামী করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছে তার ছেলে মোহাম্মদ মামুন।
-
- আহত ইয়াসমিন আক্তারকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
-
- স্থানীয় জানা যায়, ঘাতক জসিম গত দুবছর ধরে বেকার। ইচ্ছে করেই কাজকর্ম করে না জানায় তার পরিবারের লোকজন। বড় ছেলে মামুন মজুরির কাজ করে পরিবারের ভরণ পোষণ করত। টাকার জন্য প্রায়ই তার স্ত্রী ইয়াসমিনকে মারধর করত জসিম। ঘটনার দিন সিগারেট কেনার জন্য স্ত্রী ইয়াসমিনের কাছে টাকা খোঁজে জসিম। ইয়াসমিন জানায় টাকা তার কাছে নেই। এ নিয়ে তর্কাতর্কি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এক পর্যায়ে স্ত্রীকে ধারালো দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপায় জসিম।
-
- এ ঘটনা ঘটানোর পর নিজেই বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরীর কার্যালয়ে এসে আত্মসমর্পণ করেন আবদুল জব্বার জসিম। উপজেলা নির্বাহী অফিসার থানায় খবর দিয়ে জসিমকে পুলিশের হাতে তুলে দেন।
-
- বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর বলেন, মাকে কুপিয়ে আহত করার ঘটনায় বাবা আসামী করে বড় ছেলে মামুন বাদী হয়েছে মামলা দায়ের করেছে। জসিম পুলিশের হেফাজতে রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বুধবার ৭ জুলাই ২০২১ ইং# সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment