মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া:
রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামীগের যুগ্ম সম্পাদক ড.হাছান মাহমুদ এমপির দেওয়া রাঙ্গুনিয়াবাসীর জন্য উপহার লাশবাহী ফ্রিজিং গাড়ি উদ্বোধনের পর প্রথম ঢাকা থেকে রাঙ্গুনিয়া নিশ্চিন্তাপুরে শুক্রবার(৯জুলাই)সকালে পৌঁছে দিল সৌদি আরব প্রবাসী মো.আব্দুস সত্তারের লাশ।
উল্লেখ্য গত ০৯ মে ২৬শে রমজান রবিবার দিবাগত রাতে প্রবাসী মুহাম্মদ আব্দুস সত্তার স্ট্রোক করে সৌদি আরবে নিজ কর্মস্থলে মারা যান। তিনি হোছনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর ৭নং ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত আব্দুল মুনাফ এর ৩য় পুত্র। সে দীর্ঘ ১৫ বছর ধরে সৌদি আরব হাফারাল শহরের একটি দোকানে কাজ করত বলে জানা যায়।
প্রবাসী আব্দুস সত্তারের বড়ভাই নুরুল আলম বলেন, আমার ছোট ভাই আব্দুস সত্তার সৌদি আরবে নিজ কর্মস্থলে গত ৯মে স্ট্রোক করে মারা যায়। সেখানে দীর্ঘ ২মাস প্রক্রিয়ার পর অবশেষে লাশ দেশে আসেন কিন্তু বর্তমান করোনার পরিস্থিতিতে লাশ ঢাকা থেকে নিয়ে আসার ব্যাপারে হতাশাগ্রস্ত ছিলাম। মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি মহোদয়ের দেওয়া লাশবাহী ফ্রিজিং গাড়ি করে আমরা ছোটভাইয়ের লাশ বাড়িতে পৌঁছে দিয়েছে সে জন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে মন্ত্রী মহোদয়ের কাছে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, এ গাড়ি না হলে আমার ভাইয়ের লাশ নিয়ে আসা অনেক কষ্টের হতো।
গাড়ির দায়িত্বে থাকা কাউন্সিলর মুহাম্মদ জসিম উদ্দিন শাহ বলেন, নিশিন্তাপুরের স্থানীয় আ.লীগ নেতা মইন উদ্দিন বিষয়টি আমাকে অবগত করলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি নির্দেশে তাৎক্ষণিক বুধবার রাত ১১টায় লাশ নিয়ে আসার জন্য গাড়ি ডাকার উদ্দেশ্যে পাঠানো হয় এবং ঢাকায় ২দিন অবস্থানের পর অবশেষে শুক্রবার সকাল ১০টায় প্রবাসী আব্দুস সত্তারের লাশ তার গ্রামের বাড়ি নিশ্চিন্তাাপুরে পৌঁছে দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এর পরিবারিক প্রতিষ্ঠান এন এন কে ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি এম্বুলেন্স ও লাশবাহী ফ্রিজিং গাড়ি রাঙ্গুনিয়াবাসীর জন্য দেওয়া হয়েছে। রাঙ্গুনিয়ার সাধারণ জনগণ যে কোনো সময় নির্ধারিত ফি দিয়ে রোগী ও লাশ পরিবহনে ব্যবহার করতে পারবে।
শুক্রবার ৯ জুলাই ২০২১ ইং# সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment