সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে ২৪ ঘন্টার মধ্যে আদালতে যৌন নিপীড়নের মামলার অভিযোগপত্র দায়ের করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে থানার পুলিশ। বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতী পূর্ব পাড়া গ্রামের চার বছরের শিশু কন্যাকে যৌন নিপীড়ন করেন তারই প্রতিবেশী ফজল আলী(৪০)।
এই ঘটনার তিনদিন পর শিশুটির মা বাদী হয়ে বেলকুচি থানায় অভিযোগ করেন। পরবর্তীতে অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে সে রাতেই আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ । মাত্র ২৪ ঘন্টা সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (নিঃ) শিমুল মন্ডলের মাধ্যমে যৌন নিপীড়নকারী ফজল আলীর বিরুদ্ধে ৮ জুলাই সকালে আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়।
আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার পর ভিকটিম শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এতো অল্প সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বেলকুচি থানা পুলিশ।
এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, জেলা পুলিশ সুপার হাসিবুল আলম স্যারের নির্দেশনায় এই প্রথম ২৪ ঘন্টার মধ্যে আমরা যৌন নিপীড়ন মামলার অভিযোগ আদালতে দাখিল করেতে সক্ষম হয়েছি। আমি মনে করি এতে এ উপজেলার মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস বাড়বে।
শুক্রবার ৯ জুলাই ২০২১ ইং# সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment