সুমাইয়া সুমি, মাধবদী প্রতিনিধি:
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে জুলাই (এক) তারিখ থেকে বাংলাদেশের সকল জেলায় লকডাউন দেওয়ার পর থেকে সকল বিধিনিষেধ মেনে কঠোর ভাবে লকডাউন পালিত হচ্ছে নরসিংদী জেলার মাধবদী থানাতে এই লকডাউনের জন্য সকল ধরনের কাজ কর্ম বন্ধ থাকায় বিপদে পরে যায় মাধবদীর থানার নিম্ন আয়ের পরিবারগুলো।
গরীব ও অসহায় মানুষগুলোর দুর্দিনের কথা ভেবে মাধবদী পৌরসভার ১২ টি ওয়ার্ডে ৬০০ করে তিন দিনে প্রায় ১৮০০ জন পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী চাল, ডাল, তেলসহ আরও অনেক কিছু তুলে দেন মাধবদীর পৌরসভার মেয়র ও মাধবদীর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক।
মেয়র মানিক বলেন, আমি আমার পৌরসভায় কোনো মানুষকে না খেয়ে থাকতে দিবো না, মাধবদী পৌরসভার সকল জনগণের একজন সেবক হয়ে জাতির এই ক্লান্ত লগ্নে গরীব ও অসহায় মানুষগুলোর পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ, এমনকি সেই করোনা মহামারী শুরু থেকেই আমি আমার পৌরসভার প্রতিটি জনগণের কথা বিবেচনা করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমি ঘরে বসে থাকিনি করোনার ভয়ে।
তিনি আরও বলেন মাধবদী জনগণের কথা বিবেচনা করে মাধবদী এসপি স্কুলের ভিতরের মাঠে গত বছরের ২৮ মে করোনা নমুনা সংগ্রহের ক্যাম্প স্থাপন করি এতে করে মাধবদীর সকল জনগণ সহজেই তাদের করোনা শনাক্ত করতে পারে।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনামতে আমি সবসময় চেষ্টা করি আমার পৌরসভার জনগণের জন্য ভালো কিছু করার এবং ভালো কিছু উপহার দেওয়ার আর এটাই আমার মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করার সময় আরও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ ফরিদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম, মাধবদী পৌরসভার হিসাব রক্ষক মোঃ মাহমুদুল হাসান প্রমুখ।
আজ মঙ্গলবার (১৩ জুলাই ২০২১ইং) সম্পাদ্ক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment