একুশে মিডিয়া, রিপোর্ট:
ভারতের দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন অঞ্চলে অসহায় ও ফুটপাতে বসবাসকারী ১০০ জন দারিদ্রদের মাঝে নতুন ভোর নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে থেকে সোমবার (১৯ জুলাই) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
নতুন ভোরের উগ্যোগে খাদ্য সামগ্রী বিতরণকলে উপস্থিত ছিলেন নতুন ভোরের সভাপতি মাননীয়া মায়া চৌধুরী মহাশয়া। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ঈশিকা দাস, তনুশ্রী সেন, দেবপ্রিয় ভট্টাচার্য, এনসিও চ্যানেল থেকে কৌস্তুভ সাহা, চন্দ্র মল্লিকা দাস সহ সদস্যবৃন্দ।
বিতরণ শেষে নতুন ভোরের সভাপকি মাননীয়া মায়া চৌধুরী বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে সদস্যবৃন্দ সবসময় মানুষের সেবায় নিয়েজিত থাকেন, আমরা গত দিনেও মানুষের পাশে ছিলাম এখও মানুষের পাশে আছি এবং আগামীতে দারিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করবো। একটি কথায় বলা যায় “নতুন ভোর” মানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করা। অনাথ শিশু, বয়স্ক, দারিদ্র মানুষের সেবা করেই নতুন ভোরের পথচলা।মঙ্গলবার (২০ জুলাই ২০২১ইং) সম্পাদ্ক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment