সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন (২৫) নামের এক যুবক আত্মহত্যার ঘটনা ঘটেছে । শনিবার সকালে বেলকুচি পৌর এলাকার সূবর্ণসাড়া গ্রামের নিজ শয়ন ঘরের ধর্নার সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করে। আনোয়ার হোসেন বেলকুচি পৌরসভার ১ নং ওয়ার্ডের সূবর্ণসাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, রাতের খাবার শেষে আনোয়ার নিজ শয়ন ঘড়ে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে তার ঘড়ের ভিতর শব্দ শুনে বাড়ীর লোকজন ভিতরে প্রবেশ করে দেখেন আনোয়ার মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে ঐ অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায় ।
মৃতের ভাই জানান, সে ঘড়ের বাঁশের ধর্নার সাথে পুড়াতন গামছা বেধে গলায় ফাঁস নেওয়ায় গামছা ছিড়ে পড়ে যাওয়ায় শব্দ হয়। সেই শব্দ শুনেই তারা ঘরে যান।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, আমরা আত্মহত্যা বিষয়টি জেনেছি। থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ইসলামি শরিয়ত মোতাবেক তাকে দাফন করা হবে।
শনিবার ১০ জুলাই ২০২১ ইং# সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment