মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের শরিফুল ইসলাম মোঃ ফরহাদ (১৬) নামের এক ছেলে মাছ ধরার নৌকা থেকে সাগরে পড়ে নিখোঁজ ছিলেন। পরে তাকে অন্য একটি নৌকা তুলে নিয়ে জীবন বাঁচান বলে জানাযায়।
পরিবারের মৌং ইব্রাহিমের সূত্রে - ফরহাদ বাড়ির অভাবের কারণে চট্টগ্রামের আনোয়ারা গহিরার ইসহাকের নৌকায় সাগরে মাছ ধরার কাজে যায়। নৌকাটি সাগরে মাছ ধরতে গেলে চট্টগ্রামের কালির চর এলাকায় ৯ আগস্ট রাত ১২টায় ফরহাদ নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে জানান মালিকের প্রতিনিধি নুরুল ইসলাম । তিনি জানান শাহাবুদ্দিন মাঝির নৌকাটি সাগরে মাছ ধরতে গেলে, অন্য একটি বড় নৌকা এসে তাদের নৌকাকে ধাক্কা দেয়। ধাক্কায় ফরহাদ নামের ছেলেটি সাগরে পড়ে যায়। তাকে সাগরে অনেক খোজাখুজির পরও পাওয়া যায়নি।
এদিকে ছেলেটি খোঁজ খবর রাখতে তৎপর থাকেন প্রতিবেশী সহ আত্মীয় স্বজনরাও। এতে ১০ আগস্ট সকাল ১২ টায় সংবাদ আসে নিখোঁজ ফরহাদকে চট্টগ্রাম ১৫ নং এলাকায় জীবিত পাওয়া গেছে। সূত্রে জানান, সাগরে ভাসমান দেখে অন্য একটি নৌকা তাকে তুলে নিয়ে জীবন বাঁচান। ফরহাদের চাচা মৌং ইব্রাহিম তার সাথে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন।
ফরহাদের বাড়ি কুতুবদিয়া দ্বীপের দক্ষিণ ধূরুং, ৫ নং ওয়ার্ডের হায়দার আলী মিয়াজির পাড়া।
কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান জানান, আমার এলাকার ফরহাদ নিখোঁজের সংবাদটি পেয়ে নৌকা মালিকের সাথে কথা বলেছি। ফরহাদ কে খোঁজতে মালিকের মাধ্যমে সাগরে ৫ টি নৌকা পাঠানো হয়েছে। পরে তাকে ১৫ নং এলাকায় জীবিত পাওয়া গেছে বলে সংবাদ পাওয়া যায়। ফরহাদ কুতুবদিয়ায় আসলে নিখোঁজ ঘটনার বিবরণ পাওয়া যাবে।
আজ মঙ্গলবার (১০ আগস্ট ২০২১ইং) সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment