মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া:
জানা যায় , বুধবার দিবাগত রাত সাড়ে তিন টায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ধূরুং বাজারের আজম সড়কের পশ্চিম পাশে সেমিপাকা বদিউল আলম মার্কেটে আগুন লাগে। বেকারির দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুমন নাথের বেকারির দোকান, শ্যামল নাথের সেলুনের দোকান ও মিজানের কম্পিউটার দোকানের সৌর বিদ্যুৎসহ আংশিক মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনটি দোকানের নগদ অর্থ ও মালামালসহ প্রায় ৮ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। গভীর রাতে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর ধূরুং ইউনিয়নের চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী। তিনি সুমন নাথকে ৫ হাজার, শ্যামল নাথকে ২ হাজার ও মিজানকে ১ হাজার নগদ অর্থ প্রদান করেন ।
আজ বুধবার (০৪ আগস্ট ২০২১ইং) সম্পাদ্ক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment