একুশে মিডিয়া, বাঁশখালী ( চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সদরস্থ থানার সামনে বাঁশখালী প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাকছুদ মাছুদের সুস্থতা কামনায় সোমবার (২আগষ্ট) খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।খতমে কোরান শেষে দোয়া মাহফিলে মোনাজাত করেন বাঁশখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোস্তাক আহমেদ। খতমে কোরান ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাঁশখালী হামেদিয়া রহিমা আলীয়া মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা মো. আমিরুল ইসলাম, উপজেলা থানা মসজিদের ইমাম মাওলানা নুরুল হালিম, বাহার উল্লাহ মসজিদের ইমাম মাওলানা মো. ইদ্রিস, দারোগা বাজার দোসারি পাড়া জামে মসজিদের ইমাম মো. জোনাইদ, উপজেলা থানা মসজিদের মোয়াজ্জিন মাওলানা মোজাম্মেল হক, মওলানা মো. মঞ্জু, মওলানা মো. ওসমান, হাফেজ আব্দুল্লাহ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সহ-সভাপতি মুহাম্মদ সাঈদুল ইসলাম, সহ-সভাপতি জাকের আহামদ, সহ- সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক রাশেদী, সাংগঠনিক সম্পাদক ছৈয়দুল আলম, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম মিরাজ, সহ-অর্থ সম্পাদক মো: দিদারুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ এরশাদ, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন, সাহিত্য সম্পাদক হায়দার আলী, সদস্য সরওয়ার আলম চৌধুরী ও মোহাম্মদ শাহেদুল আলম সহ স্থানীয় বিভিন্ন সংবাদিকবৃন্দ প্রমুখ। মোনাজাতের মাধ্যমে দোয়া কামনায় বাঁশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাকছুদ মাছুদের দ্রুত রোগ মুক্তি কামনা করা হয়। এছাড়া দেশ থেকে করোনা মুক্তি ও দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়।
আজ সোমবার (০২ আগস্ট ২০২১ইং) সম্পাদ্ক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment