মোহাম্মদ এরশাদ, বিশেষ প্রতিনিধি:
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার থেকে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শুরু করতে যাওয়া গণটিকাদান কর্মসূচির মাধ্যমে ছয় দিনে প্রায় ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এই কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা। সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচির পরিকল্পনা কয়েক দফা পরিবর্তনের পর শুক্রবার (০৬ আগস্ট) এই লক্ষ্যের কথা জানানো হলো। দেশব্যাপী গণটিকা উদ্যাগের আওতায় আজ শনিবার বাঁশখালীর প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় টিকাদান কর্মসূচি চলেছে। উক্ত টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্য কর্মিদের পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন।
এদিকে বাঁশখালীর শেখেরখীল ইউনিয়ন কেন্দ্রে টিকা গ্রহণকারীদের সেবায় নিয়োজিত ছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ফ্রি রেজিস্ট্রেশন, ইউপি সদস্যদের সাথে থেকে ফরমফিলাপ এবং লাইনের শৃঙ্খলা রক্ষায় ছাত্রলীগ নেতাকর্মীরা কাজ করেছেন।
এছাড়া টিকা গ্রহণকারীদের মধ্যে মাস্ক বিতরণ এবং হ্যান্ড স্যানিটাইজের ব্যবস্থা করেছেন ছাত্রলীগ নেতাকর্মী। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা নেয়ামত উল্লাহ নয়ন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক তুহিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ কর্মী আবদুল করিম, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা বখতিয়ারুল ইসলাম রিয়ান, মিনহাজুল ইসলাম এবং অন্যান্য। আজ শনিবার (০৭ আগস্ট ২০২১ইং) সম্পাদ্ক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment