সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে গনধর্ষন মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৮ (আগস্ট) বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেলকুচি থানা পুলিশ শাহজাদপুর উপজেলার চর নরিনা এলাকা হতে ৩ জন এজাহার ভুক্ত আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃতরা হলেন, শাহজাদপুর উপজেলাধীন চর নরিনা গ্রামের জহুরুল প্রামানিকে ছেলে শাহদাত হোসাইন (২৮), মুবারক সরকার ছেলে ফারুক আহমেদ(২৯) ও বেলায়েত প্রামানিকের ছেলে বরাত আলী ওরফে বাবু(২৮)।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নুরে আলম জানান গত ১৩ আগষ্ট বেলকুচি পৌর এলাকার কামারপাড়া মহল্লার ভারাটিয়ে ও পূর্বাণী ফ্যাসনের কর্মরত এক নারী কর্মীকে প্রেমের ফাদে ফেলে বিশাল নামে এক যুবক উল্লাপাড়া নিয়ে যায়। সেখানে চলনবিলে নৌকা যোগে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পরে সন্ধারাতে ঐ নারীকে পালাক্রমে বিশাল সহ তার তিন বন্ধু ও আরো দুইজন মিলে ধর্ষন কের। পরে রাত ভর তাকে নির্যাতনের পর পরের দিন ১৪ আগষ্ট সকালে এক নৌকা যোগে নারীকে এপারে পাঠিয়ে দেয়। এপারে এসে তিনি স্থানীয়দের সহযোগীতায় বেলকুচি আসে এবং হাসপাতালে ভর্তী হয়। পরে ঐদিন রাতেই থানায় লিখিত অভিযোগ দেন। তার অভিযোগের ভিত্তিতে এই তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামিদের সীকারোক্তি মূলক জবানবন্ধি দিয়েছে। আজ সন্ধায় তাদের আদালতে প্রেরণ করা হবে।
আজ শনিবার (২১ আগস্ট ২০২১ইং) সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment