আল আমিন মুন্সী:
জীবনের শুরুতে মানুষের অপবাদ শুনে ও পথ চলা থেমে নেই চট্টগ্রামের ছেলে পরিচালক মোঃ ইফতি হোসেনের। ছোট বেলার স্বপ্ন বুকে নিয়ে বড় হয়ে যখন বুকে ধারণ করা স্বপ্ন অভিনয় জগতে অভিনয় শুরু করেন ঠিক তখন আশ পাশের মানুষের অনেক কথা শুনতে হয়। কেউ বলেছেন তুই পারবি না তোর দাঁড়া হবে না এতো অপবাদ শুনেও কোনো কথাতে কান না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াতে আজ সফল তরুণ নাটক নির্মাতা ও পরিচালক মোঃ ইফতি হোসেন।
নাটক জগত নিয়ে তার সাথে কথা বললে তিনি বলেন, আমি দুই হাজার (১৭) সালের মার্চ মাসে নাটক জগতে পা রাখি এক বছর পর আমি চিন্তা করলাম আমি আরও ভালো কিছু করবো (২০১৮) সালে বৃদ্ধার শ্রম নামে একটি নাটক দিয়ে পরিচালক হিসেবে পা রাখি এ খানে সহকারী পরিচালক হিসেবে কাজ করি আমি। জীবনের শুরুটা আমার অনেক কষ্ট হয়েছে তার পরও আমার পথ চলা থামিয়ে দেই নাই। আমার পরিচালনায় অনেক মিউজিক ভিডিও শর্টফিল্ম ও নাটক বানিয়েছি। আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেনো সামনে সুন্দর সুন্দর নাটক বানিয়ে দর্শকদের উপহার দিতে পারি।
আজ সোমবার (৩০ আগস্ট ২০২১ইং) সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment