হাসনাইন
আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন (ভোলা):
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বাসায় সিঁধ কেটে চুরির অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা এ সময় মোবাইল-স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর গ্রামের মুসলিম মৌলভী বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। বাসার মালিক মাওলানা ওহিদুল্লাহ দক্ষিণ দালালপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।
ওহিদুল্লাহ বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে বাসার সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আমিও রাতে ওষুধ খাওয়ায় চোখে বেশি ঘুম ছিল। মধ্যরাতে আমার স্ত্রীর ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম ভেঙে যায়। তিনি খাট থেকে নেমে কিছুদূর যেতে না যেতেই চিৎকার চেঁচামেচি করে ওঠেন এবং আমি ঘুম থেকে উঠে দেখি মেঝেতে পুরো ঘরের মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। দুর্বৃত্তরা সিঁধ কেটে বাসায় ঢুকে মালামাল নিয়ে বাইরে থেকে ঘরের দরজা আটকে চলে গেছে। আমাদের চিৎকার-চেঁচামেচিতে বাড়ির অন্য লোকজন এসে দরজা খুলে ভিতরে ঢুকে।’
ওহিদুল্লাহ জানান, দুর্বৃত্তরা দুই লাখ টাকার বেশি মালামাল নিয়ে যায়। এর মধ্যে ছিল তার একটি স্যামসাং মোবাইল ফোন, তিন ভরি স্বর্ণালংকার (তিন জোড়া কানের দুল, একটি গলার হার, দুইটি আংটি, একটি নকের ফুল)সহ নগদ দুই হাজার টাকা।
ভুক্তভোগী এই মাদ্রাসার শিক্ষক অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘আমি স্বল্প বেতনে একটি মাদ্রাসায় সহকারী মৌলভী হিসেবে চাকরি করি। আমার চার ছেলে-মেয়ে ছোট। বড় ছেলে একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সামান্য এ বেতন থেকে সংসারের খরচ মিটিয়ে কিছু কিছু টাকা জোগাড় করে মেয়েদের জন্য এই অলংকার বানিয়েছি।
এমন ঘটনায় আজকে আমার পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। আমি স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েছি ও নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবো। এ ঘটনায় আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত চাই।
এ বিষয়ে টবগী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরী বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ওই পরিবারকে থানায় একটি জিডি করতে বলেছি।
স্থানীয় ইউপি সদস্যকে বলা হয়েছে তিনি ঘটনাস্থলে যাবেন। এছাড়া প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্বৃত্ত চক্রকে খুঁজে বের করতে আমরা চেষ্টা চালাবো।
আজ রবিবার (০৮ আগস্ট ২০২১ইং) সম্পাদ্ক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment