নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদানকৃত নতুন এম্বুল্যান্সের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থেকে সরাকরি নতুন এম্বুল্যান্সের উদ্বোধন করা হয়। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এবং হাসপাতালে সেবার মান বাড়াতে এক্স-রে মেশিন, প্যাথলোজিক্যাল বিভাগ চালু সহ হাসপাতালে জনবল বৃদ্ধির দাবী জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হুমায়ুন কবীর।
প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত নতুন এম্বুল্যান্স উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান বলেন, মহামারী কোভিড-১৯ সংক্রমনে রোগীদের জরুরী সেবার কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলে এম্বুল্যান্স প্রদান করেছেন। প্রধান অতিথি স্বাস্থ্য বিভাগের দাবী সমুহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে জানাবেন মর্মে আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন,তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সহ নেতৃবৃন্দ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।আজ মঙ্গলবার (১০ আগস্ট ২০২১ইং) সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment