দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতার বাসায় হামলা ও ভাঙচুর ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 6 August 2021

দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতার বাসায় হামলা ও ভাঙচুর ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

একুশে মিডিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি:

দোয়ারাবাজারে আধিপত্য বিস্তার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক তিনবারের চেয়ারম্যান আব্দুল খালিকের ছেলের বাসায় হামলা ভাঙচুরের ঘটনায় তিনজন আহতের ঘটনায় স্থানীয় দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারীকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে

মামলার নম্বর আসামি ছাদিকুল ইসলামকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ছাদিকুল ইসলাম সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, পূর্ব বিরোধ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে

এর আগে গত বুধবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী অনুসারীরা উপজেলা আওয়ামীলীগ নেতার ছেলের আবুল মিয়ার বাসায় হামলা ভাঙচুর করে। এতে উপজেলা আওয়ামীলীগ নেতার ছেলে আবুল মিয়াসহ তিনজন আহত হন। আহতরা দোয়ারাবাজার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন

জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী এবং উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক তিনবারের চেয়ারম্যান আব্দুল খালিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আধিপত্য বিস্তারের জেরেই আবুল মিয়ার বাসায় হামলা চালানো হয়েছে। ইতোপূর্বে বহুবার দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে

গত বুধবার রাতে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারীর অনুসারীরা দোয়ারাবাজারের বাসায় গিয়ে উপজেলা আওয়ামীলীগ নেতার ছেলের বাসায় হামলা ভাঙচুর করেন

বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানেসহ ১৫ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় উপজেলা আওয়ামীলীগ নেতার ছেলে আবুল মিয়া বৃহস্পতিবার ( আগস্ট) বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা করেছেন

আজ শুক্রবার (০৬ আগস্ট ২০২১ইং) সম্পাদ্ক প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন শেয়ার করুন

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages