বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়ন পরিষদে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন ও মাক্স বিতরণ করেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম। |
সারাদেশে ন্যায় বাঁশখালী উপজেলার পুকুরিয়া, সাধানপুর, খানখানাবাদ, বাহারচরা, কালীপুর, বৈলছড়ি, কাথরিয়া, সরল, শীলকূপ, চাম্বল, গন্ডামারা, শেখেরখীল, পুঁইছড়ি ও ছনুয়া ইউনিয়ন ভিত্তিক একটি করে টিকাদান কেন্দ্র রয়েছে। এছাড়া বাঁশখালী পৌরসভা এলাকার বসবাসরতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
এদিকে শনিবার সকালে ৯টায় বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়ন পরিষদে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন ও মাক্স বিতরণ করেন, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃত্ববৃন্দসহ ইউপি সদস্যবৃন্দ।
বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শফিউর রহমান বলেন, বাঁশখালীর ১৪টি ইউনিয়নের একটি করে টিকাদান কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি কেন্দ্রে ৬০০ জন টিকা নিতে পারবেন। টিকাদানে প্রতি বুথে একটি করে টিম কাজ করছে। প্রতি টিমে ২ জন ভ্যাক্সিনেটর (টিকাদান কর্মী) ও ৩ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত আছেন। আজ শনিবার (০৭ আগস্ট ২০২১ইং) সম্পাদ্ক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment