একুশে মিডিয়া, ঠাকুরগাঁও রিপোর্ট:
ঠাকুরগাঁও
সদর উপজেলার রুহিয়ায় আগুন লেগে ছয়টি পরিবারের ১২টি ঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার কুজিশহর (কবিরাজপাড়া) গ্রামের বইজুল ইসলামের ছেলে মাজেদুল ইসলামের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।ছবি: সংগৃহিত
আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, গরু-ছাগল পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে এ আগুনের সূত্রপাত। মুহুর্তেই রবিউল ইসলাম, কামরুল ইসলাম, মখলেসুর রহমান ও আলমের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয়টি পরিবারের নগদ চার লাখ টাকা, সাতটি গরু, সাতটি ছাগল, স্বর্ণালঙ্কার, ২০ মণ শুকনা মরিচ, ধান-চাল, কাপড়-চোপড়সহ আনুমানিক ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মাজেদুল ইসলামের। তার পাঁচটি গরু, নগদ চার লাখ টাকা ও স্বর্ণালঙ্কার পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তান পরিজন নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে।
ক্ষতিগ্রস্ত মাজেদুল ইসলাম জানান, আমি শেষ হয়ে গেছি। আগুনে পরনের কাপড় ছাড়া আমার সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের লিডার আবুল কালাম আজাদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা।
রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় ও ১ নম্বর রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজ বুধবার (০৪ আগস্ট ২০২১ইং) সম্পাদ্ক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment