মোহাম্মদ ছৈয়দুল আলম:
সারাদেশের ন্যায় চট্টগ্রাম বাঁশখালীতে পালিত হয়েছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী। রবিবার
(১৫ আগষ্ট)সকাল ১০ টায় বাঁশখালী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী,বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ শফিউল কবির, বাঁশখালী থানার ওসি তদন্ত আজিজুল হক, বাঁশখালী উপজেলা প্রকল্প কর্মকতা আবুল কালাম মিয়াঝী, সহ বাঁশখালী উপজেলার সকল প্রশাসন।
আজ শোক দিবসের কর্মসূচি হিসেবে বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকালে ৯ টায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও মোনাজাত, সকাল ৯ -১৫ মিনিটে বৃক্ষরোপণ কর্মসূচি উপজেলা চত্বরে, সকাল ৯ -৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পরিশেষে বাদ জোহর উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাম মাহফিলের মধ্য দিয়ে প্রশাসনের পক্ষ থেকে শোক দিবস শেষ হয়।
আজ রবিবার (১৫ আগস্ট ২০২১ইং) সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment