একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) রিপোর্ট:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন শেখেরখীল ইউনিয়নের নিজ বাড়ি থেকে আলিম ১ম বর্ষের ছাত্রী মনিরা ইয়াছমিন (২০) মাদ্রাসায় এসাইন্টমেন্ট জমা দিতে গিয়ে বাড়িতে আর ফিরে আসেনি।
গত ১৫ আগস্ট সকালে মাদ্রাসা সড়ক থেকে নিখোঁজ হয় বলে পিতা মাতার ধারণা। এ ব্যাপারে ১৬ আগস্ট বাঁশখালী থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি রুজু করা হয় (ডায়েরি নং- ৭২৫, তাং- ১৬/০৮/২০২১ইং)।
গত ১ মাস মাদ্রাসা ছাত্রী নিখোঁজ থাকার পর পিতামাতা আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিয়ে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে প্রশাসনের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন। মাদ্রাসা ছাত্রীর মা ফরিদা ইয়াছমিন জানান, থানায় ডায়েরি করার পর বিষয়টি বাঁশখালী থানার এস.আই মো. আজিম তদন্ত করে কোন সঠিক তথ্য পাননি বলে জানিয়ে দিয়েছেন।
হতদরিদ্র শেখেরখীল ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবদুল মালেক ও ফরিদা ইয়াছমিন বলেন, তাদের মেয়ের স্বভাব চরিত্র ভালো ছিল। মোবাইল ফোন পর্যন্ত ব্যবহার করতো না।
কোন ব্যক্তি বা কারো দ্বারা প্রতারণার শিকার হয়েছে বলে ধারণা করছি। মোবাইল ফোনের মাধ্যমে (০১৮১১৩২৩০৮৭) মেয়ের সন্ধান দিলে কৃতজ্ঞ থাকবেন বলে তারা জানান।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর ২০২১ইং) সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment