সবুজ সরকার, বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচিতে উপজেলার দেলুয়া গ্রামে আপত্তিকর অবস্থায় ধরা পড়া পরকীয়া প্রেমিকের সঙ্গে দ্বিতীয় বিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ২নং ওর্য়াড কাউন্সিলর শহিদুল ইসলাম । ৬ (আগস্ট) সোমবার রাতে গৃহবধূর বাড়িতে একটি কক্ষের ভেতর আপত্তিকর অবস্থায় ধরা পরেন। ওই প্রেমিক হলেন বেলকুচি ইউনিয়নের দেলুয়া গ্রামের আব্দুর রশিদ (ডিলার) এর ছেলে হাসান আলী (২৮)। জানা যায় প্রেমিক দীর্ঘ দিন ধরে গৃহবধূর সাথে আপত্তিকর ভাবে মেলামেশা করে আসছে।
স্থানীয়রা জানা, ওই গৃহবধূর স্বামী দীর্ঘ দিন ধরে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। এ সুযোগে একই গ্রামের হাসান আলী (২৮) নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। সোমবার রাতে ওই পরকীয়া প্রেমিক হাসান আলী ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে গোপন অভিসারে মিলিত হয়।
এ সময় গ্রামবাসী ঘরে ঢুকে ওই প্রেমিক ও গৃহবধূককে আপত্তিকর অবস্থায় আটক করেন। সোমবার সকালে ২ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম দায়িত্ব নিয়ে হাসান আলীর সাথে গৃহবধূরর বিয়ের আশ্বাস দিয়ে সকালে নাম মাত্র বিয়ের নাটক সাজিয়ে কাজী মাওলানা আসলামকে ডেকে তাদের বিয়ে দেওয়ার কথা বলে ছেলের বাড়িতে গৃহবধূকে নিয়ে যায়। সরিয়ত মতে বিয়ে দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত বিয়ে না হওয়ায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যপারে পরকীয়া প্রেমিক হাসান আলী পরকীয়া প্রেম ও দৈহিক মেলামেশার কথা স্বীকার করে বিয়ের বিষয়ে তার সম্মতির কথা জানান।
আজ সোমবার (০৬ সেপ্টেম্বর ২০২১ইং) সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment