একুশে মিডিয়া, বগুড়া প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল করিম মোল্লার ছেলে মানবিক ছাত্রনেতা হাসানুজ্জামান সোহাগ সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় একজন মানবতার ফেরিওয়ালা যে অসহায় মানুষদের খুঁজে খুঁজে বের করে তার সাধ্যমত সাহায্য করার চেষ্টা করে। তেমনিভাবে বগুড়া সদর উপজেলার কালিবালা গ্রামের মেধাবী অসহায় নবম শ্রেণির মানিচক উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর পাশে সাহায্যের হাত বাড়ায়। মেয়েটি এতটাই অসহায় যে বই কিনতে পারে না। পরে বগুড়ার সাংবাদিক মিস সেতু খাতুনকে জানায়।
মিস সেতু ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান সোহাগকে জানায়। মানবতার ফেরিওয়ালা হাসানুজ্জামান সোহাগ সঙ্গে সঙ্গে মেয়েটির বই কিনে দেওয়ার ব্যবস্থা করে। হাসানুজ্জামান সোহাগের পক্ষ থেকে সাংবাদিক সেতু খাতুন মেয়েটিকে বই কিনে দেয়। হাসানুজ্জামান সোহাগ সাংবাদিক সেতুকে জানায়, মেয়েটির পড়াশুনার সমস্যা থাকলে তাকে জানাতে,সে চেষ্টা করবে সমাধানের এবং বলে মেয়েটি যেন মনোযোগ সহকারে পড়াশুনা করে। সমাজদের প্রত্যেক প্রতিষ্ঠিত ও ধনী ব্যক্তিদের এই মহান নেতা হাসানুজ্জামান সোহাগের মত হওয়া উচিত।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর ২০২১ইং) সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment