একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বাঁশখালী প্রেসক্লাবের উদ্যেগে প্রতিবছরের মতো এবারও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাঁশখালী প্রেসক্লাবের নেতৃত্ববৃন্দ।
দিবসটি উপলক্ষে বাঁশখালী প্রেসক্লাব কার্যালয়ে আলোকসজ্জা এবং বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠ প্রাঙ্গণ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা দিবেন শেষে বাঁশখালী প্রেসক্লাব কার্যালয়ের প্রেস কনফারেন্স হলে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। বাঁশখালী পেসক্লাবের সভাপতি সাংবাদিক উজ্জ্বল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সাধারণ সম্পাদক সাংবাদিক জসীম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাংবাদিক সায়েইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ছৈয়দুল আলম, দপ্তর সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এরশাদ, নির্বাহী সদস্য মো: সরওয়ার আলম চৌধুরী, মোহাম্মদ ওয়াজেদ সহ বাঁশখালী উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যের প্রতিনিধিগণ প্রমুখ।
অনুষ্ঠানে
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। বীর শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
No comments:
Post a Comment