মোহাম্মদ ছৈয়দুল আলম:
কালীপুরে বিজয় র্যালীতে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী |
চট্টগ্রামের বাঁশখালীতে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে ‘কালীপুর ইউনিয়ন বিজয় দিবস উদযাপন পরিষদে’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় জাতির জনকের স্বপ্ন ছিল এদেশকে একটি ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছেন এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। |
বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও বিজয় র্যালীতে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাংসদ বাশঁখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, বৈলছড়ী ইউপি চেয়ারম্যান কপিল উদ্দীন চৌধুরী, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরিফী, আওয়ামী লীগ নেতা জেবু, আবু ছালেক, রশিদ আহমদ, আমির হোসেন বাবুল, সাবেক ইউপি সদস্য শফিক, দ. জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক আ.ন.ম ফরহাদুল আলম, উপজেলা পূজা কমিটির সাবেক সভাপতি প্রদীপ গুহ, উপজেলা ছাত্রলীগ নেতা ফাহিম, ইমন, মাহফুজ, নাদিম উদ্দীন সহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃত্ববৃন্দ।
শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও ইউপি চেয়ারম্যান এড. আ.ন.ম. শাহাদত আলম। |
এই বিজয় র্যালীতে মিছিলে মিছিলে যোগ দেন রাজনীতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ববৃন্দ। কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কালীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পর্যন্ত বিশাল বিজয় র্যালীতে অংশ গ্রহণ করেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
সমাপনী বক্তব্য রাখছেন ইউপি চেয়ারম্যান এড.আ.ন.ম শাহাদত আলম |
র্যালী শেষে সমাপ্ত সভায় কালীপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক এবং অভিন্ন। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। বঙ্গবন্ধু, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ বাঙ্গালী জাতির ঠিকানা।
মাদকাসক্তি বর্তমান সমাজের একটি বড় সমস্যা। যারা মাদকদ্রব্য গ্রহণ করে তারা তাৎক্ষণিক মৃত্যুমুখে পতিত হয় না বটে, কিন্তু মাদক গ্রহণের কারণে তারা নানা ধরনের শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়। মাদকের কারণে শুধু যে মাদকাসক্ত ব্যক্তিই ক্ষতগ্রস্ত হয় তা নয়। মাদকাসক্ত ব্যক্তির বাবা-মা, ভাই-বোন, ছেলেমেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার জীবনে প্রভাব পড়ে। সবাই ক্ষতিগ্রস্ত হয়।
মাদকাসক্ত ব্যক্তিরা মাদকের অর্থ জোগাড় করার জন্য চুরি, ডাকাতি, খুন, রাহাজানিসহ বিভিন্ন অসামাজিক বেআইনি কাজকর্মে লিপ্ত হয় যা ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতির জন্য খুব ক্ষতিকর। মাদকাসক্তির ভয়াবহ পরিণাম থেকে যুব সমাজসহ সবাইকে রক্ষা করতে হলে মাদকদ্রব্যের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। মাদকদ্রব্য যাতে সহজে পাওয়া না যায় তার জন্য যে আইন আছে তা যথাযথ প্রয়োগ করতে হবে। প্রয়োজনে নতুন আইন তৈরি করতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন করে তুলতে জনমত গঠন করতে হবে।
No comments:
Post a Comment