১৬ জানুয়ারি বাঁশখালী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মকর্তাদের ইভিএমে ভোট গ্রহণ প্রশিক্ষণ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 11 January 2022

১৬ জানুয়ারি বাঁশখালী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মকর্তাদের ইভিএমে ভোট গ্রহণ প্রশিক্ষণ

মোহাম্মদ ছৈয়দুল আলম

আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য প্রথম শ্রেণির চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনের ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তাদের দুইদিনব্যাপী ইভিএম এর ভোট গ্রহণে যাবতীয় বিধিবিধান নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার ( ১১ জানুয়ারী) অনুষ্ঠিত প্রশিক্ষণ আজ বুধবার ১২ জানুয়ারী শেষ হবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ১২ জন প্রিসাইডিং অফিসার, ৯২ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ১৮৩ জন পোলিং অফিসার আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪জন মোট ভোটার ২৬ হাজার ৯৮০জন পুরুষ ভোটার ১৪ হাজার ৯৪ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৮৮৬ জন ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রেই ইভিএম ভোট গ্রহণ করা হবে নৌকা প্রতীক নিয়ে লড়বেন বাঁশখালী পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক বাঁশখালী আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এসএম তোফাইল বিন হোসাইন স্বতন্ত্র পদে মোবাইল প্রতীক নিয়ে লড়বেন বিএনপি নেতা বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনি নির্বাচনি কর্মকর্তাদের দুইদিনব্যাপি প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী পৌরসভা নির্বাচনে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন, সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. কামাল উদ্দিন, প্রশিক্ষক হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ কামরুল আলম, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ প্রমুখ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages