একুশে মিডিয়া’র সম্পাদক ছৈয়দুল আলমমের সন্মাননা ক্রেস্ট তুলে দেন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী |
বাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ষষ্ঠদিনে বীর মুক্তিযোদ্ধা ডা, আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ এম.পি, প্রধান আলোচক ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রূপালী ব্যাংকের সাবেক পরিচালক আবু সুফিয়ান। উদ্ভোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম। বিজয় মেলা পরিষদের মহাসচির বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের তত্বাবধানে উপজেলা যুবলীগ নেতা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধাগণ, জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষিকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ।
এসময় বাঁশখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, একুশে মিডিয়া’র সম্পাদক, দৈনিক তৃতীয় মাত্রা, দৈনিক সমাচার ও কারেন্টনিউজের বাঁশখালী উপজেলা প্রতিনিধি ছৈয়দুল আলমকে সন্মাননা ক্রেস্ট তুলে দেন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ অতিথিবৃন্দ।
No comments:
Post a Comment