একুশে
মিডিয়া, বগুড়া প্রতিনিধি:আজ ২৯-৪-২০২২ইং রোজ শুক্রবার সকালে
বগুড়া সদর উপজেলার কালিবালা গ্রামে পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে এক অসহায় বৃদ্ধা মহিলাকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এই অসহায়,মহিলার নাম (রত্না বেগম)ছদ্ননাম।তার স্বামী খলিল (ছদ্মনাম) দীর্ঘদিন
যাবত অসুস্থ থাকায় তাদের দিনাতিপাত করা অসম্ভব হয়ে পড়েছে।
বৃদ্ধা মহিলার পক্ষে কোন কাজ করে দিনাতিপাত করা সম্ভব না।
তার এই রকম অসহায়ত্ব কালে কোন আত্নীয় স্বজন তাকে সাহায্য সহযোগিতা করে না।
দুমুঠো ভাত যোগাড় করাও তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
অবশেষে পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠন বগুড়া শাখার সদস্য Mst Sk আপুকে এই মহিলা তার সমস্যার কথা জানায়।Mst Sk আপু পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠন সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ আলাউদ্দিন আরাফাত জানালে তারা এই বৃদ্ধা মহিলার ঈদ সামগ্রী ব্যবস্হা করে দেয়।
ঈদ সামগ্রীতে পণ্যছিল, এক কেজি সয়াবিন তেল,এক কেজি ডলা ছোলা বুট, এক কেজি আতপ চাল,এক কেজি শ্যামলী লাচ্ছা সেমাই, কিসমিস বাদাম, কৌটা দুধ, মরিচের গুড়া ইত্যাদি। পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠন এর সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ আলাউদ্দিন আরাফাত বলেন, আলহামদুলিল্লাহ, তখনই মনে তৃপ্তি পায় যখন সামান্য কিছু দিয়ে হলেও, অসহায়দের মুখে হাসি ফুটে। আপনাদের সকলের ভালোবাসা, অর্থ,শ্রম, মেধা,ও কর্মের প্রচেষ্টার, আর পথশিশু অধিকার ফাউন্ডেশন ছোট ছোট কাজ করে এতটুকু আসা, পথশিশু অধিকার ফাউন্ডেশন সকল সহযোদ্ধাদের কর্মের ফসল। পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠনের বগুড়া শাখার প্রিয় মানবিক বোন Mst Sk আপুর সঠিক তথ্য অনুসারে এক বৃদ্ধা মাকে ঈদ সামগ্রী Mst Sk আপুর মাধ্যমে তুলে দেওয়া হয়। আল্লাহ সকলের সহযোগিতা ও দানকে কবুল করুক, আপনিও আপনার আশেপাশের একজন দুজনের দায়িত্ব নিন। এতে অসহায়রা সহযোগিতা পাবে বেশি। পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠন সবসময় অসহায়দের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। আপনারাও নিজ নিজ জায়গা থেকে অসহায়দের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিন। দেখবেন অসহায়রা কত খুশী হয়। মানবিক কাজ সবচেয়ে বড় ধর্ম। জয় হোক মানবতার।
No comments:
Post a Comment