মোহাম্মদ ছৈয়দুল আলম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালী উপজেলা সদর ও চাম্বল বাজারে অভিযান চালিয়ে ৩টি বেসরকারি ক্লিনিক ও ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান সোমবার (২৯ আগস্ট) এইসব ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকা এসব প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দিয়েছেন। অভিযানে অংশ উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শফিউর রহমান মজুমদার।
সিলগালাকরে দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো, উপজেলার চাম্বল বাজারস্থ বাঁশখালী জেনারেল হাসপাতাল ও বাঁশখালী ন্যাশনাল হাসপাতাল লিঃ, উপজেলা সদরস্থ বাঁশখালী মাতৃসদন হাসপাতাল, ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, মা-মনি ডায়াগনস্টিক সেন্টার, মর্ডান ডায়াগনস্টিক সেন্টার ও মিনি ল্যাব ডায়াগনস্টিক।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার বলেন, উপজেলার চাম্বল এলাকার জেনারেল হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল ও উপজেলা সদর এলাকার মাতৃসদন হাসপাতালসহ অনিবন্ধিত প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে চিহ্নিত করে সিলগালা দেওয়া হয়েছে।
যদিও প্রতিষ্ঠান মালিকদের দাবি, তারা নিবন্ধনের জন্য দেড় বছর আগে অনলাইনে আবেদন করে টাকা ও কাগজপত্র জমা দিয়েছেন। এখনও নিবন্ধন নম্বর পাননি।
No comments:
Post a Comment