মোহাম্মদ ছৈয়দুল আলম:
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে চেয়ারম্যানদের ভূমিকা রাখতে হবে, যার যার এলাকায় কর নির্ধারণ করে তা আদায়ে গুরুত্ব দিতে হবে। মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে নিজ নিজ এলাকার চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদ, বাহারছড়া, কালীপুর, বৈলছড়ি, কাথরিয়া, সরল, শীলকূপ, গন্ডামারা, ছনুয়া, শেখেরখীল ও পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ।
নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটিয়ে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে জনসেবায় নিয়োজিত থাকতে হবে। জন্ম-মৃত্যু নিবন্ধন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তিসহ নানান সমস্যা সমাধানে আপনাদের ভূমিকা অনেক বেশি। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পগুলো আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে হবে। জেলা প্রশাসক বলেন, তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনায় যেকোনো পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।
No comments:
Post a Comment