চট্টগ্রাম, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া সড়ক যানবাহন শ্রমিক ইউনিয়ন, রেজি নং- চট্ট-১৪৬৩ এর তলবী সভা মঙ্গলবার বাঁশখালীর প্রধান সড়ক চেচুরিয়াস্থ এস.কে.বি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি দুলাল চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কফিল উদ্দিন, শ্রমিক ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বাদশা আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, হোসেন আহমদ, ফরিদ আহমদ, আমির হোসেন সাধু, এহসান উল্লাহ টিটু, দিদারুল আলম, বদিউল আলম, আহমদ কবির, নুরুল আমিন প্রমুখ।
সভাশেষে মেয়াদ উত্তীর্ণ কমিটি পুর্নগঠনে সাবেক শ্রমিক নেতা হোসেন আহমদকে আহ্বায়ক করে ৩ মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট্য একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়।
বক্তরা বলেন, চট্টগ্রাম, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া এলাকার ৭০০ শ্রমিকদের এই শ্রমিক ইউনিয়ন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার স্তম্ভ। শ্রমিকরা পথে-ঘাটে সর্বত্র নির্যাতনের শিকার, শ্রমিকরা ঐক্যবদ্ধ হলেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে।
No comments:
Post a Comment