প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে কেক কাটাসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন এবং বিশ্বের কাছে বাংলাদেশকে যেভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দিচ্ছেন, এমন প্রধানমন্ত্রীর জন্য আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধানন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, পৌর মেয়র এডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, বাঁশখালী পৌরসভা যুব লীগের সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ হামিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কুমার দাশ ও সাধারণ সম্পাদক ঝন্টু কুমার দাশ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী, ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ প্রমূখ।
No comments:
Post a Comment