এইচ এম শহীদ, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দু'ভাই-বোনের করোন মৃত্যু হয়েছে। ১৪ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্বজালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতেরা হলেন দুবাই প্রবাসী আব্দুর রহিম ছেলে বাদশাহ মিয়া (৩) ও আবু রশিদের মেয়ে তাসফিয়া (৪)। নিহতেরা আপন চাচাতো-জেঠাতো ভাইবোন। নিহতের স্বজন শিক্ষক হেলাল উদ্দিন বলেন, বাড়ির অদুরবর্তী নিজ পুকুরে দাদী কাপড় ধোঁতে যায়। এ সময় দাদীর পেছনে পেছনে ছুটে যায় বাদশাহ মিয়া ও তাসফিয়া। দাদী কাপড় ধোঁয়ে বাড়িতে চলে আসে। পরবর্তীতে তাদের দেখতে না পেয়ে দু'জনকে বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি করে। এক পর্যায়ে পুকুর থাকে তাদের দু'জনের মরদেহ উদ্ধার করে। এদিকে পরিবারের দু'শিশুর করোন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চলছে পরিবারে শোকের মাতম। স্থানীয় ইউপি সদস্য আনিসুল করিম এর সত্যতা নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment