সাংবাদিক হায়দার আলীর পুত্র নাফিছুর রহমান এর ১ম জন্মবার্ষিকী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 16 October 2022

সাংবাদিক হায়দার আলীর পুত্র নাফিছুর রহমান এর ১ম জন্মবার্ষিকী

একুশে মিডিয়া ডেস্ক:

"জন্ম হোক ধন্য তোমার অন্তর হোক পূর্ণ ফুলের মতো ফুটবে তুমি মানব জাতির জন্য" দৈনিক অপরাধ অনুসন্ধান লিঃ এর চেয়ারম্যান সাংবাদিক মৌলানা মোহাম্মদ হায়দার আলী (এম ,এম এফ) এর একমাত্র পুত্র মোহাম্মদ নাফিছুর রহমান এর প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৯ শে আশ্বিন ১৪২৯ বাংলা, ১৪ অক্টোবর ২০২২ইং, ১৭ রবিউল আওয়াল ১৪৪৪ হিজরী,  শুক্রবার রাত সোয়া ১১টা সময়ে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের জমাদার পাড়া, চৌকিদারবাড়ীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়

সাংবাদিক পত্নী রওশন আক্তার মিহির (এম ) শিক্ষার্থী চট্টগ্রাম সরকারি সিটি কলেজ' উপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাফিছুর রহমান এর দাদী ইঞ্জিনিয়ার তামিমের মা, নানা মোহাম্মদ আইয়ুব, নানী রোকেয়া, বড় নানী, সেজ নানী, বউ নানী, ছোট নানী, বড় মামা তৈয়ব, জিয়াউল হক, মামা তামিম, আরফাত, তাওসিফ, ফখরুদ্দিন, খালা ইয়াসমিন, ইস্পা, তাসমিন, তাহমিন, আকলিমা, সায়মা, লামিসা, আনিকা, ফুফি শারমিন সোলতানা সামিরা, ফুফি হুমায়রা আক্তার, চাচা প্রকৌশলী বাদশা মিয়া সহ আরও অনেকে

অনুষ্টানের আয়োজনে ছিল নাফিছুর রহমান এর মায়ের পক্ষ হতে রাতের খাবার(সকলের জন্য বিরিয়ানি) এবং বাবার পক্ষ হতে মিষ্টি, কেক, সহ অন্যান্য সকল অনুষ্ঠানে উপস্থিত সকলের পক্ষ হতে নাফিছুর রহমান আকর্ষণীয় লোভনীয় দামী দামী গিফ্ট উপহার পেয়েছে এতে রয়েছে, ডেইরি মিল্ক চকলেট বাক্স,বেবি ডল, ইগ লেয়ার চকলেট, কেন্ডি, বেবি ডল,কোকোলা ওয়েফার রোল,লিচু, পেয়ারলেস টপি, কোকোলা মিল্ক স্পস, সিনারী,ক্রেস্ট,বেবি শার্ট,গেন্জি, আলম' ফতোয়া সহ নগদ টাকা পরিশেষে নাফিছুর রহমানের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি হয়

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages