চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন, বাঁশখালী ওয়ার্ডে বিজয়ের হাসি সংগ্রামের - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 17 October 2022

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন, বাঁশখালী ওয়ার্ডে বিজয়ের হাসি সংগ্রামের

মোহাম্মদ ছৈয়দুল আলম:

চট্টগ্রামের জেলা পরিষদ নির্বাচনে বাঁশখালী ১৩নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে সদস্যপদে নিরঙ্কুশ বিজয় লাভ করেন অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার (সংগ্রাম) সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়

ভোট গ্রহণ শেষে ওই ভোট কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হয়ঘোষিত ফলাফলে দেখা যায়,অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম (ক্রিকেট ব্যাট) প্রতীকে ৮৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন

অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোজাম্মেল হক সিকদার (উট পাখি) প্রতীকে ৩৭ পেয়েছেন,মোঃ আলমগীর কবির(টিউবওয়েল)প্রতীকে ২৩ ভোট,যুব লীগ হামিদ উল্লাহ হামিদ (বক)প্রতীকে ১৮ ভোট,মৌলভী নুর হোসেন (টিফিন ক্যারিয়া) প্রতীকে ভোট,শাহাদাত হোসেন চৌধুরী তানজু(হাতি)প্রতীকে ভোট,মোঃ আব্দুল আজিজ চৌধুরী (বৈদ্যুতিক পাখা) প্রতীকে পেয়েছেন ভোট

 সংরক্ষিত মহিলা সদস্য দিলোয়ারা বেগম (টেবিল ঘড়ি) প্রতীকে ১২৭ ভোট,সুরাইয়া খানম (ফুটবল)প্রতীকে পেয়েছেন ৩৬ ভোটএছাড়াও চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলাম(আনারস) প্রতীকে ১৮১ ভোট,নারায়ণ রক্ষিত(মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ১৪ ভোট

উল্লেখ্য,বাঁশখালীতে সকাল ৯টা -দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন বলেন,চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৩ নং ওয়ার্ড বাঁশখালীতে নির্বাচনকে স্বচ্ছ শান্তি পূর্ণ করতে সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ প্রশাসন

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages