মোহাম্মদ ছৈয়দুল আলম:
বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারীকে আটক করা হয়, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীনের নির্দেশনায় ২ নভেম্বর বুধবার বিকাল পৌন ৫টায় এস.আই থোয়াই হ্লা চাক্ সঙ্গীয় অফিসার ও ফোর্সের নেতৃত্বে একদল পুলিশ থানাধীন পুঁইছড়ি ইউনিয়নস্থ ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে জনৈক জাহেদুল এর মুরগী খামারস্থ বাঁশখালী প্রধান সড়ক এলাকায় অভিযান পরিচালনা কালে হাতেনাতে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করতে সক্ষম হন থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানার ফালংখালী ইউনিয়নের ধামনখালী ২নং ওয়ার্ড বালুখালী এলাকার মৃত মনির আহাম্মদের স্ত্রী আরেফা বেগম (৩৩) ও একই এলাকার মাহাবব রহমানের স্ত্রী ফাতেমা বেগম (১৯)।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী নারীকে হাতে নাতে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপার্দ করা হয়েছে।
No comments:
Post a Comment