রবিউল ইসলাম, ঝিনাইদহ:
ঝিনাইদহের
কালীগঞ্জে এমপি কাপ ফুটবল টুনামেন্ট এর প্রথম সেমিফাইনালে চুয়াডাঙ্গা ফুটবল একাদশকে ২ - ০ গোলে হারিয়ে ফাইনালে স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশ। খেলা শুরুর আগে মাঠে উপস্থিত দু’দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিম আনার। এর পর পরই রেফারীর বাশিতে শুরু হয় খেলা।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে বুধবার বিকালে নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে খেলায় প্রথমার্ধের ৫ মিনিটের মাথায় লিমনের দেওয়া গোলে ১ - ০ তে এগিয়ে যায় কালীগঞ্জ একাদশ। এরপর গোল শোধে মরিয়া হয়ে উঠে চুয়াডাঙ্গা দল। এসময় উভয় দলই আক্রমন পাল্টা আক্রমনে খেলাটি বেশ উপভোগ্য হয়ে উঠে। দ্বিতিয়াধের্র ৩ মিনিটে কালীগঞ্জ দলের সাকিব আরো একটি গোল করায় ২ - ০ তে এগিয়ে যায় কালীগঞ্জ একাদশ। শেষ অবধি চুয়াডাঙ্গা একাদশ গোল পরিশোধে ব্যর্থ হওয়ায় ২ - ০ গোলের জয় নিয়ে ফাইনালে উঠে কালীগঞ্জ ফুটবল একাদশ। বিজয়ী একাদশের লিমন অব দি ম্যাচ বিবেচিত হয়।
খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, রবিউল ইসলাম, সহকারী ছিলেন জামাল হোসেন, বিল্লাল হোসেন ও বাবু। শেষে লাকী কুপনের ড্র অনুষ্টিত হয়।
খেলাটি দেখতে মাঠে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্ল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান নাছির চৌধুরী ও রাজু আহম্মেদ রনি লস্কর কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত কুমার ভট্রাচার্য্য, যুগ্ন আহব্বায়ক ক্রীড়া সংস্থার সম্পাদক লুৎফর রহমান লাড্ডু ও সাখাওয়াৎ হোসেন প্রমুখ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত ভট্রাচার্য্য জানান, আগামী ২৩ই নভেম্বর বুধবার টুনামেন্টের চুড়ান্ত পর্ব ফাইনালে অংশগ্রহন করবে কালীগঞ্জ ফুটবল একাদশ ও মাগুরা ফুটবল একাদশ।
No comments:
Post a Comment