মোহাম্মদ ছৈয়দুল আলম:
চট্টগ্রাম-১৬(বাঁশখালী) আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, সদ্য গঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম ফরহাদুল আলম।
জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ৪১ জনের নাম ঘোষণা করেন।
আজ বুহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী’র সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলমসহ যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতা-কর্মীরা।
এদিকে বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক আ.ন.ম ফরহাদুল আলম'কে সাংগঠনিক সাম্পাদক নির্বাচিত করায় মাননীয় বাঁশখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।।
জানা যায়, অ.ন.ম ফরহাদুল আলম বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।তিনি ওমর গনি এম.ই.এস. কলেজের অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম ও বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৫নং কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এড আ.ন.ম শাহাদত আলমের ছোট ভাই। তাদের পরিবারের সকল সদস্য আওয়ামী রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
No comments:
Post a Comment