বাঁশখালীতে অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হৃদয় - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 5 November 2022

বাঁশখালীতে অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হৃদয়

মোহাম্মদ ছৈয়দুল আলম:

একটি এসবিবিএল এবং একটি ওয়ান শুটারগানসহ বাঁশখালীর মধ্যম সরল এলাকায় থেকে  আলমগীর হোসেন হৃদয় (২৮) নামে এক যুবককে আটক করেছে ্যাব-  

চট্টগ্রাম ্যাব- এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, শুক্রবার ( নভেম্বর) দিবাগত রাত সোয়া আটটার দিকে বিশেষ অভিযান চালিয়ে একটি এসবিবিএল এবং একটি ওয়ান শুটারগানসহ  আলমগীর হোসেন হৃদয় নামে এক যুবককে আটক করা হয়েছে

আকটকৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন হৃদয়(২৮), পিতা- মফিজুল আহমেদ, সাং-মধ্যম সরল পশ্চিম পাড়া (কালু বলির বাড়ী), থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম

সরল এলাকায় উদ্ধারকৃত অস্ত্রগুলো দিয়ে হৃদয় স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় বহনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহার করতো বলেও জানান ্যাব-  তাকে বাঁশখথালী থানায় হস্তান্তর করেছেন ্যাব

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages